জাহানারা হোমিও হল • শিশু ও গাইনী রোগ বিশেষজ্ঞ ডাক্তার • বন্ধাত্ব চিকিৎসা • ডায়াবেটিক • ক্যান্সার • শিশুদের ঠান্ডা গরমে বিভিন্ন সমস্যা • এখানে সকল প্রকার রোগ কম্পিউটারে নির্ণায়ের মাধ্যমে ঔষধ দেওয়া হয় #

স্যামুয়েল হ্যানিম্যান

সামুয়েল হানেমান (জার্মান ভাষায়: Samuel Hahnemann) জার্মানির স্যাক্সনি প্রদেশে মেসেন শহরে ১৭৫৫ সালের ১০ এপ্রিল জন্ম নেন।[১]তিনি ১৭৯৯ সালে এমডি ডিগ্রি লাভ করেন। তিনি হেনরিয়েটকে বিয়ে করেন। তিনি ১৮০৫ সালে হোমিওপ্যাথি চিকিৎসা চালু করেন। ১৮১০ সালে অরগানন গ্রন্থ প্রকাশ করেন। ১৮১২ সালে লিপজিগে অধ্যাপক হন কিন্তু ১৮২১ সালে পদচ্যুত হন। কথ্বেনে এসে সাফল্য পান। ১৮৩৫ সালে মেলানিকে বিয়ে করে প্যারিসে যান। ১৮৪৩ সালে মৃত্যুবরণ করেন।

স্যামুয়েল হ্যানিম্যান খৃস্টান ফ্রেডরিখ স্যামুয়েল হ্যানিম্যান ( জার্মান : [ haːnəman ] 10 এপ্রিল 1755 [ 1] - 2 জুলাই 1843 ) একজন জার্মান ডাক্তার , শ্রেষ্ঠ হোমিওপ্যাথিক নামক বিকল্প চিকিৎসা পদ্ধতি তৈরি করার জন্য পরিচিত ছিলেন .
প্রথম জীবন
খৃস্টান ফ্রেডরিখ স্যামুয়েল হ্যানিম্যান Meissen, স্যাক্সনি, ড্রেস্দেন্ কাছাকাছি জন্মগ্রহণ করেন. তাঁর পিতা খ্রিস্টান গটফ্রিড হ্যানিম্যান [2] একজন চিত্রশিল্পী এবং চীনামাটির বাসন ডিজাইনার, যার জন্য Meissen শহর বিখ্যাত ছিল. [3]
একজন যুবক হিসেবে, হ্যানিম্যান ইংরেজি, ফরাসি, ইতালিয়ান, গ্রিক ও ল্যাটিন ভাষার ব্যুৎপত্তি লাভ করেন. তিনি শেষ পর্যন্ত অনুবাদক ও ভাষার শিক্ষক হিসেবে জীবিকা নির্বাহ করতেন, "আরবি, সিরিয়াক, Chaldaic এবং হিব্রু" ভাষাতে আরও দক্ষতা অর্জন করেন. [4]
হ্যানিম্যান লিপজিগ এ ঔষধ নিয়ে দুই বছর পড়াশোনা করেন . লিপজিগে ক্লিনিক্যাল সুবিধার অভাবে তিনি ভিয়েনাতে চলে যান, যেখানে তিনি দশ মাসের জন্য অধ্যয়ন করেন. [5] আরও এক মেয়াদ অধ্যয়নের পর তিনি 10 আগস্ট 1779, সন্মানের সঙ্গে Erlangen বিশ্ববিদ্যালয়ের থেকে এমডি স্নাতক হন. তাঁর দারিদ্র্য তাঁকে Erlangen বেছে নিতে বাধ্য করে, স্কুল এর ফি কম থাকায় হ্যানিম্যানের থিসিস ছিল Conspectus adfectuum spasmodicorum aetiologicus et therapeuticus. [বাধার কারণ ও চিকিত্সার গবেষনা] [7] [8]
চিকিৎসাবিদ্যা অনুশীলন
1781 সালে হ্যানিম্যান Mansfeld , স্যাক্সনির তামা খনির এলাকায় একটি গ্রামে ডাক্তারের পেশায় অবস্থান নেয় . [ 9] তিনি শীঘ্রই জোহান্না Henriette Kuchler কে বিয়ে করেন এবং অবশেষে এগারো সন্তানের বাবা হন. [ 4 চিকিৎসাবিদ্যা অনুশীলন পরিত্যাগের পর এবং যখন বৈজ্ঞানিক ও চিকিৎসা পাঠ্যবই অনুবাদক হিসেবে কাজ করছিলেন, হ্যানিম্যান স্যাক্সনির আশেপাশে অনেক বছর ভ্রমণ করেন, পরিশেষে জুন 1835 সালে প্যারিসে যাওয়ার আগে ড্রেস্দেন্ , Torgau , লিপজিগে বিভিন্ন সময়ে বিভিন্ন শহর ও গ্রামে অবস্থান করেন, এবং কখনও এলবে নদী থেকে দূরে বসবাস করেননি।