বিশ্ব স্বাস্থ্য সংস্থ্যা আন্তর্জাতিক স্বাস্থ্য বিধি ২০০৫ অনুযায়ী মধ্য আমেরিকার জিকা মহামারীকে Public Health Emergency of International Concern (PHEIC) হিসেবে ঘোষণা করেছে। যেভাবে জিকা মহামারি আকারে ছড়িয়ে পড়ে জনজীবন বিপর্যস্ত করছে, তাতে PHEIC হিসেবে ঘোষণা অবধারিত ছিল। এ মহামারিতে তিনটি শর্ত পূরণ হয়েছে। এটি একটি নতুন ধরনের রোগ, সীমানা পেরিয়ে অন্য দেশে ছড়িয়ে পড়ছে, পর্যটন এবং বাণিজ্য ঝুঁকিতে পড়ছে। জিকাকে PHEIC ঘোষণা করায়, এ মহামারির জন স্বাস্থ্য সমস্যা অন্য এক মাত্রা পেল এবং এ রোগ মোকাবেলায় তা সহায়ক ভূমিকা পালন করবে।